ক্যাস্ট্রল পাওয়ার১ আল্টিমেট ইঞ্জিন অয়েল

1 min read

ক্যাস্ট্রল ইন্ডিয়া ক্যাস্ট্রলের ফুল সিন্থেটিক মোটরসাইকেল ইঞ্জিন অয়েল রেঞ্জে নতুন সংযোজন হিসেবে নিয়ে এল ক্যাস্ট্রল পাওয়ার১ আল্টিমেট। বাইককে আউটস্ট্যান্ডিং পারফর্ম্যান্স প্রদানের ক্ষমতা দিতে এই নতুন ভেরিয়েন্ট এক অভিনব ফাইভ-ইন-ওয়ান ফর্মুলার ভিত্তিতে তৈরি হয়েছে।  এই নতুন ইঞ্জিন অয়েলের ৮০০মিলির স্কুটার অয়েল পাওয়া যাবে ৪৭৪ টাকায় এবং ১ লিটারের বাইক ইঞ্জিন অয়েলের দাম শুরু ৫৯৪ টাকা থেকে (ফুল সিন্থেটিক টেকনোলজি ১০ডব্লিউ৪০)। বিশেষভাবে বাইক ও স্পোর্টস বাইকের জন্য তৈরি হয়েছে ক্যাস্ট্রল পাওয়ার১ আল্টিমেট ১০ডব্লিউ-৪০, ১০ডব্লিউ-৫০, ১৫ডব্লিউ-৫০ ও ২০ডব্লিউ-৫০ এবং ক্যাস্ট্রল পাওয়ার১ আল্টিমেট ৫ডব্লিউ-৪০ তৈরি হয়েছে স্কুটারের জন্য। নতুন ক্যাস্ট্রল পাওয়ার১ আল্টিমেট রেঞ্জ টু-হুইলার আরোহীদের অ্যাক্সিলারেশন, প্রোটেকশন ও স্মুথ রাইডিং-সহ পাঁচটি বিশেষ সুবিধা দেবে।

You May Also Like