দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি বছরই গত ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন পূর্ব মেদিনীপুরের দিঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। এই মন্দির প্রাঙ্গণে যানবাহন এবং ভিড় নিয়ন্ত্রণে ১০০ জন সিভিক ভলান্টিয়ার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা।
এবার সেই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হল। এখনও পর্যন্ত দিঘার জগন্নাথ মন্দিরে পর্যটকদের বেশ ভালো ভিড় হচ্ছে। যাতে সেই ভিড় সামাল দিতে কোনো সমস্যা না হয়, যাতে পূর্ণাথীরা ভালোভাবে মন্দির পরিদর্শন করতে পারে তার জন্যই এই সিভিক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সিভিকের চাকরির জন্য আবেদনকারীরা দিঘা থানা এবং দিঘা মোহনা থানা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবে।
সময়, প্রত্যেকদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ মে। মোট ১১৪টি শূন্যপদে নিয়োগের ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। রাজ্য প্রশাসনের আশা এত সংখ্যক সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হলে এর ফলে সাধারণ মানুষকে আরও ভালো পরিষেবা দেওয়া সম্ভব হবে।