টেস্ট না করতেই রিপোর্ট পজিটিভ, বিভ্রান্তি দক্ষিণ দিনাজপুরের স্বাস্থ্য দপ্তরে

0 min read

করোনা টেস্ট না করেই রিপোর্ট পজিটিভ এল দক্ষিণ দিনাজপুরের দুই ব্যক্তির।যা নিয়ে হইচই জেলাজুড়ে।অনেকে প্রশ্ন তুলেছে স্বাস্থ্য দপ্তরের কাজ নিয়ে। দুজন মানুষ লালা টেস্ট না করেই কিভাবে রিপোর্ট পজিটিভ আসে তা নিয়ে হতবাক মন্টু সাহা ও বিপ্লব সরকার

মন্টু সাহা একটি পেট্রোল পাম্পের কর্মী। প্রচুর লোকের সংস্পর্শে আসতে হয় বলে গত ৫ তারিখে তিনি খাসপুর স্বাস্থ্যকেন্দ্রে করোনা পরীক্ষা করাতে যান। নাম লেখার পর, দেরি হওয়ায় এবং তার কাজ থাকায় তিনি পরীক্ষা না করেই চলে আসেন। কিন্তু ৮ তারিখে তিনি মোবাইলে জানতে পারেন তিনি করোনা পজিটিভ। পাশাপাশি স্বাস্থ্য দপ্তর থেকে তাকে পজেটিভ জানানো হয় এবং চিকিৎসার জন্য আসতে বলা হয়। যদিও তিনি পরীক্ষা করেননি বলে জানান এবং স্বাস্থ্য দপ্তর এদিন তার আবার পরীক্ষা করে এবং নেগেটিভ রেজাল্ট আসে।

কোনোদিনই করোনা টেস্ট করাতে যায় নি।তবুও তার মোবাইলেও করোনা পজেটিভ মেসেজ আসে। স্বাস্থ্য দপ্তর তাকেও চিকিৎসার জন্য আনতে যায়। কিন্তু তিনি কোন রকম পরীক্ষা করেননি বলে জানালে, এদিন স্বাস্থ্য দপ্তর তাকে পরীক্ষা করতে বলে। এদিন তিনি খাসপুর স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষা করান এবং রেজাল্ট নেগেটিভ আসে।

এই দুই ঘটনায় ওই দুই ব্যক্তি একদিকে যেমন চরম নাজেহাল হন, পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের চরম গাফিলতির বিষয়টি ফুটে উঠছে

You May Also Like