পথ দুর্ঘটনার মুখোমুখি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

পথ দুর্ঘটনার মুখোমুখি হন রাজ্য তৃণমূল সম্পাদক সায়ন্তিকা বন্দোপাধ্যায়, বৃহস্পতিবার ভোরে পথ বাঁকুড়া জেলা ছেড়ে বেরোনোর পর রাজ বাঁধ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।একটি ১২ চাকার লরি এসে ধাক্কা দেয় সায়ন্তিকার গাড়িতে। যার ফলে হাতে গুরুতর আঘাত পান নেত্রী, গাড়ির ব্যাপক ক্ষতি । কলকাতায় না গিয়ে বাঁকুড়ায় ফিরে এসেছেন তিনি। 

আসন্ন পুরভোটের কথা মাথায় রেখে গত কয়েকদিন ধরেই বাঁকুড়া শহরে জনসংযোগ বাড়িয়ে চলেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বাঁকুড়া থেকে কলকাতা ফিরছিলেন তিনি। ভোর সোয়া ৬টা নাগাদ পশ্চিম বর্ধমানের পানাগড়ে রাজবাঁধ উড়ালপুলে উপর সায়ন্তিকার গাড়িকে পিছন থেকে ধাক্কা মারে ১২ চাকার একটি লরি। পুলিশ সূত্র অনুসারে, ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে লরিটি।