পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে অরাজি ছিলেন নীতীশ কুমার, কিন্তু অবশেষে মত বদলেছেন তিনি।

0 min read

বুধবার বিকেল পর্যন্ত নীতীশ কুমার তাঁর রাজ্যের পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনার বিরুদ্ধে ছিলেন। তিনি বলেছিলেন, এতে লকডাউনের নীতির প্রতি অন্যায় করা হয়। গত সপ্তাহেই তিনি একথা জানিয়েছিলেন। বড় রাজ্যগুলির মধ্যে একমাত্র বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারই অন্যত্র আটকে পড়া রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার পক্ষপাতী নন। কিন্তু অবশেষে মত বদলেছেন তিনি। তিনি একটি ট্রেনের ব্যবস্থা করতে চাইছেন, যার দ্বারা বিহারে ফিরিয়ে আনা হবে পরিযায়ী শ্রমিকদের। রাজ্যের উপমুখ্যমন্ত্রী সুশীলকুমার মোদি টুইট করে জানিয়েছেন, কেন্দ্রের উচিত বিশেষ ট্রেনের ব্যবস্থা করা, যে ট্রেনে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা হবে।

You May Also Like