পিপিএ কিট পরে দোকানে ঢুকে চুরি করে পালাল চোরের দল। চুরির ঘটনা ধরা পড়ল সিসিটিভি ভিডিও ফুটেজে । জানা গেছে ঘটনা জলপাইগুড়ি ৪ নং ঘুংটি সংলগ্ন গোমস্ত পাড়া একটি কৃষি ভান্ডারে। মঙ্গলবার সকালে দোকানের মালিক কানন সরকার দোকানের সাটার খুলতেই দেখে দোকানের সমস্ত জিনিসপত্র এলো-মেলো হয়ে পরে রয়েছে। তারপর দেখা য়ায় দোকানের জানালা ভেংগে চোরেরা পিপিই কিট ও চশমা পরে নগদ প্রায় ৮০ হাজার টাকা সহ ঔষধ নিয়ে চম্পট দেয়। জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগহ করে তদন্ত শুরু করেছে।
পিপিএ কিট পরে দোকানে ঢুকে চুরি করল চোর
