Homeউত্তর পূর্বরাজ্যকলকাতাবর্ষার শুরুতেই ফুটল মুকুলকলকাতাবর্ষার শুরুতেই ফুটল মুকুল editorJune 11, 2021 মুকুলের ফুল বদল। মুকুল রায় যুব কংগ্রেস থেকে মমতার সাথী। তৃণমূল প্রতিষ্ঠার সময় মমতার সাথে ছিলেন মুকুল রায়। পরবর্তীতে তৃণমূলের হয়ে রাজ্যসভার সদস্য হন মুকুল রায়। তৃণমূলের হয়ে জাহাজ মন্ত্রী এবং রেল মন্ত্রীর পদেও ছিলেন তিনি। পরে মমতার সাথে মতানৈক্য হওয়ায় বিজেপিতে যোগ দেন তিনি। ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপির সাফল্যের অন্যতম কান্ডারি ছিলেন মুকুল রায়। আজ রাজ্য রাজনীতির চাণক্য বলেও খ্যাত মুকুল রায় পদ্ম ফুল ছেড়ে ফের জোড়া ফুলে এলেন। Share this: Click to share on Facebook (Opens in new window) Facebook Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp Click to share on Pinterest (Opens in new window) Pinterest Click to print (Opens in new window) Print Related MUKUL RAY Previous Postএইবছরও বাদ পড়তে চলেছে রথ উৎসব Next Postইসলামপুরে অনাথ তিন শিশুর জন্য সাহায্যের আবেদন গ্রামবাসীদের