বাজি নিয়ে ঝামেলা, এসপি-র বিরুদ্ধে অভিযোগ

কালীপুজোর রাতে বাজি পোড়ানোকে কেন্দ্র করে কোচবিহারের পুলিশ সুপার (SP) দ্যুতিমান ভট্টাচার্যের বিরুদ্ধে প্রতিবেশীদের মারধরের গুরুতর অভিযোগ উঠেছে। রাত ১২টা নাগাদ এসপি-র বাংলোর পাশে বাজি পোড়ানোর সময়, অভিযোগ, এসপি ও কয়েকজন পুলিশকর্মী মিলে নাবালক ও মহিলা-সহ প্রতিবেশীদের মারধর করেন।

নিগৃহীতদের মধ্যে রয়েছেন পেশায় আইনজীবী মল্লিকা কার্জি। তিনি অভিযোগ করেছেন, কোনো সতর্কতা ছাড়াই এসপি আচমকা এসে মারধর শুরু করেন এবং একজন মহিলার গায়ে হাত তোলেন। তিনি এই ঘটনায় এসপি-র বিরুদ্ধে হাইকোর্টে মামলা করার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখার হুঁশিয়ারি দিয়েছেন।

অন্যদিকে, পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, প্রতিবেশীদের বারবার বাজি না পোড়াতে অনুরোধ করা হয়েছিল, কিন্তু তাঁরা শোনেননি। তাঁর পোষ্যরা শব্দের তাণ্ডবে আতঙ্কিত ছিল। তিনি জোর দিয়ে বলেন, “কাউকে মারধর করা হয়নি।”

উল্ল্যেখযোগ্যভাবে, কালীপুজোর দিন রাত ১০টা পর্যন্ত বাজি পোড়ানোর সরকারি সময়সীমা ছিল। মারধর ও অভিযোগকারী— দুই পক্ষই দাবি করেছে যে তাদের কাছে ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে। যদিও এখনও কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি।