ভিআই প্রিপেড গ্রাহকদের জন্য এক দারুণ অফার আনা হল। ২৪৯ টাকা থেকে শুরু হওয়া বর্তমান আনলিমিটেড ডেইলি ডেটা প্যাকের ক্ষেত্রে এই নতুন সপ্তাহান্তিক ডেটা রোলওভার প্ল্যান কার্যকর হবে। যেসব প্রিপেড গ্রাহকদের সপ্তাহান্তে বেশি ডেটার প্রয়োজন হয় তাদের জন্যই এই প্ল্যান। ১৯ অক্টোবর থেকে চালু হওয়া এই প্ল্যানে ২৪৯ টাকা বা অধিক মূল্যের ডেইলি কোটা সুবিধাযুক্ত আনলিমিটেড রিচার্জের ক্ষেত্রে ভিআই গ্রাহকরা তাদের অব্যবহৃত দৈনিক কোটার ডেটা সপ্তাহশেষে ব্যবহার করতে পারবেন। ভিআই-এর নতুন গ্রাহকদের মধ্যে যারা ডেইলি কোটা-যুক্ত নির্বাচিত আনলিমিটেড রিচার্জ করবেন, তারাও এই অফারের সুবিধা নিতে পারবেন। প্রসঙ্গত, এর আগে ভিআই ভারতের সবথেকে শক্তিশালী ৪জি নেটওয়ার্ক ‘গিগানেট’ চালু করেছে, যা গ্রাহকদের রিয়াল টাইমে সর্বক্ষেত্রে সংযুক্ত রাখে। ভবিষ্যতকালের উপযুক্ত গিগানেট এক স্ট্রংগার, বেটার ও ফাস্টার নেটওয়ার্ক। এখন থেকে হাই-পাওয়ার্ড ও ইউনিফায়েড নেটওয়ার্কের সুবিধা উপভোগ করতে সক্ষম হবেন ভিআই গ্রাহকরা।
ভিআই-এর উইকএন্ড ডেটা রোলওভার প্ল্যান
