ভিআই গিগানেট দিচ্ছে সর্বাধিক ৪জি স্পিড

1 min read

ভিআই-এর গিগানেট ভারতে পরপর তিনটি ত্রৈমাসিকে সর্বাধিক দ্রুতগতির ৪জি নেটওয়ার্ক হিসেবে মান্যতা পেয়েছে বলে জানিয়েছে ব্রডব্যান্ড টেস্টিং ও ওয়েব-বেসড নেটওয়ার্ক ডায়াগনোস্টিক অ্যাপ্লিকেশনসের গ্লোবাল লিডার উকলা। উকলা’র মতে, জানুয়ারি-মার্চ ২০২১ সময়কালে ভিআই অন্যান্য অপারেটরদের তুলনায় সবথেকে বেশি ডাউনলোড ও আপলোড স্পিড দিতে পেরেছে, ফলে এটি একটানা ৯ মাস ধরে দেশের একমাত্র ফাস্টেস্ট স্পিড প্রদানকারী অপারেটরে পরিণত হয়েছে।

ভিআই-এর গিগানেট অ্যাভারেজ স্পিডের তালিকায় শীর্ষস্থান দখল করেছেআসাম ও উত্তরপূর্বাঞ্চলের গুয়াহাটি, আগরতলা, ডিমাপুর ও ইম্ফলের মতো মুখ্য শহরগুলিতে। দেশের বিভিন্ন অঞ্চলের ৪জি নেটওয়ার্ক ব্যবহারকারীদের ‘স্পিডটেস্ট’ দ্বারা টেস্ট করার ভিত্তিতেউকলা’র ‘ফাস্টেস্ট ৪জি নেটওয়ার্ক ভেরিফিকেশন’ নির্ধারিত হয়েছে।

You May Also Like