গতকালই শিলিগুড়ি কর্পোরেশনের বেশকয়েকটি ওয়ার্ড ও শিলিগুড়ির সংযোজিত অংশ কন্টেন্টমেন্ট জোন ঘোষণা করা হয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে।আজ বিকেল৫টা থেকে সেই এলাকাগুলিতে করা টহলদারি শুরু করেছে পুলিশ।চলছে ধরপাকড়।সাতদিন ওই এলাকাগুলিতে সাধারণের চলাফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে
শিলিগুড়িতে লকডাউনে কড়াকড়ি শুরু,চলছে ধরপাকড়
