সরকারি চাকরি পেতে বাংলা ভাষা জানা জরুরী , মালদায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা জানিয়ে দিলেন। এদিন বৈঠকে তিনি বলেন, বিভিন্ন রাজ্য থেকে আগত কেউ বাংলা না জেনে চাকরি পেলে ভাষাগত সমস্যার সম্মুখীন হতে হয়। যেখানে যে কারখানা হবে, সেখানে স্থানীয়দের কর্মসংস্থানে অগ্রাধিকার পাবে।
এছাড়াও সেদিন মুখ্যমন্ত্রী জানান , ‘ভুল থাকলে ধরিয়ে দিন, ঘোঁট পাকাবেন না। ঠিকঠাক প্রকল্পের রূপায়ণ করতে হবে।কাজে কোনওরকম দেরি করা যাবে না। ১-১০ জানুয়ারি এবং ২০-৩০ জানুয়ারি ফের দুয়ারে সরকার প্রকল্প।’’ একইসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে মমতা বলেন, “কেন্দ্র বাংলার সঙ্গে বঞ্চনা করছে। কেন্দ্র বাংলাকে বঞ্চনা করলেও উন্নয়নের কাজ থামেনি।’’