দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার বুনিয়াদপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের নলপুকুরে শুক্রবার দুপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বোলেরো গাড়ির চালক সঞ্জীব ভূঁইমালি (৩০) নিহত হয়েছেন। মালদহ থেকে চাল বোঝাই একটি ট্রাক ফুড কর্পোরেশনের গোডাউনের দিকে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা বোলেরো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় বোলেরোর চালক সঞ্জীব ভূঁইমালি গাড়ির মধ্যেই আটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তাঁর বাড়ি বুনিয়াদপুর পুরসভার ৪ নং ওয়ার্ডের রসিদপুর এলাকায়। অন্যদিকে, ট্রাকের চালক তরুণ সরকার গুরুতর আহত হয়েছেন। তাকে প্রথমে রসিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে অবস্থার অবনতি হওয়ায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বংশীহারী থানার পুলিশ ও দমকল বাহিনীর একটি ইঞ্জিন। পুলিশ ও দমকলকর্মীরা দীর্ঘ চেষ্টার পর মৃতদেহটি গাড়ি থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠান। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বংশীহারী থানার পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখছে।
