নাগরাকাটা ব্লকের চাবাগানের থেকে উদ্ধার ১২ ফুট লম্বা কিংকোবরা

সোমবার দুপুর আড়াইটা নাগাদ নাগরাকাটা ব্লকের নয়াসাইলি চাবাগানের লাইনকাটা থেকে একটি ১২ ফুটের কিংকোবরা সাপ উদ্ধার করে খুনিয়া রেঞ্জের বনকর্মিদের হাতে তুলে দিল সৈয়দ নৈঈম বাবুন নামে এক সর্পপ্রেমী বলে এলাকায় পরিচিত এজ যুবক।

জানা লাইন কাটা এলাকায় একটি বাড়ির বেড়ার মধ্যে উঠে ফনা তুলে হিস হিস শব্দ করছিল কিংকোবরা সাপটি।এরপরই খবর পেয়ে ঐ যুবক এসে বিষাক্ত কিংকোবরাটিকে উদ্ধার করে নিয়ে যায়। খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল কুমার দে বলেন, উদ্ধার কিংকোবরা সাপটি লম্বায় ১২ ফুট।সাপটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।