ভি (ভোডাফোন আইডিয়া লিমিটেড)-এর এন্টারপ্রাইজ শাখা, ভি বিজনেস, আগামী তিন বছরের মধ্যে দেশব্যাপী ১ কোটি ২০ লক্ষ স্মার্ট মিটার কানেকশন তৈরির সিদ্ধান্ত নিয়েছে। যা ভারতের জ্বালানি ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি নিয়ে আসবে। ইন্ডিয়া স্মার্ট গ্রিড মিশনের সঙ্গে এই উদ্যোগের সামঞ্জস্য রয়েছে। অ্যাডভান্সড মিটারিং ইনফ্রাস্ট্রাকচার (এএমআই) উদ্যোগ এএমআই এবং আইওটি বিষয়ক সমাধানে উদ্ভাবনকে উৎসাহিত করবে। ইউটিলিটি এবং গ্রাহকদের জন্য ব্যাপক ডেটা সুরক্ষা নিশ্চিত করতে টেলিকম-গ্রেড প্রোটোকল ব্যবহার করা হবে। একটি আইওটি ল্যাবে ইতিমধ্যেই পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে যাতে এএমআই রোলআউটের কাজ যথেষ্ট তাড়াতাড়ি এবং সাফল্যের সঙ্গে হয়।
ভি বিজনেসের উদ্যোগে ১২ মিলিয়ন স্মার্ট মিটার সংযোগ
