শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অন্তর্গত আশিগড় ফাঁড়িতে শুক্রবার ভগবত গীতার অবমাননার অভিযোগকে কেন্দ্র প্রায় দেড় হাজার ভক্তকে সঙ্গে নিয়ে ফাঁড়িতে উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেন বিশিষ্ট ধর্মগুরু হিরণময় গোস্বামী।
অভিযোগ, সম্প্রতি একটি ঘটনায় ভগবত গীতার প্রতি অবমাননাকর মন্তব্য ও আচরণ করা হয়েছে, যা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত হেনেছে। এই ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণভাবে ফাঁড়ির সামনে জমায়েত হন ভক্তরা ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ধর্মগুরু হিরণময় গোস্বামী বলেন, “ভগবত গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনদর্শনের ভিত্তি। এর অবমাননা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসনের কাছে একটাই দাবি আইনের আওতায় এনে দোষীর কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।”
