নির্মাণাধীন ঘরের ভিত থেকে একসঙ্গে ১৬টি গোখরো সাপের ছানা উদ্ধার জলপাইগুড়ি সদর ব্লকের চড়কডাঙ্গি তেলিপাড়ায়। ঘটনাটি ঘটেছে স্থানীয় বাসিন্দা হরে কৃষ্ণ শর্মার বাড়িতে, যেখানে একটি নতুন ঘরের নির্মাণ কাজ চলছিল।
বুধবার দুপুরে ঘরের ভিটি সমান করার সময় হঠাৎ করেই নির্মাণকর্মীরা দেখতে পান মাটির নিচে কিছু নড়াচড়া করছে। ভালো করে লক্ষ্য করতেই দেখা যায়, একাধিক গোখরো সাপের ছানা সেখানে কিলবিল করছে। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বাড়ির মালিক হরে কৃষ্ণ শর্মা বিষয়টি দ্রুত জানান গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থাকে। খবর পেয়ে সংস্থার সম্পাদক অংকুর দাস ও সদস্য অনির্বাণ চক্রবর্তী ঘটনাস্থলে পৌঁছান এবং সাপগুলিকে উদ্ধার করেন। মোট ১৬টি গোখরো ছানাকে তাঁরা সযত্নে সংগ্রহ করে নির্জন ও নিরাপদ পরিবেশে ছেড়ে দেন।
এই বিষয়ে হরে কৃষ্ণ শর্মা বলেন, “ঘরের ভিটিতে এভাবে সাপের ছানা দেখতে পাওয়ায় আমরা সকলে খুবই আতঙ্কে ছিলাম। তবে দ্রুত উদ্ধারের ফলে এখন অনেকটাই নিশ্চিন্ত।”
গ্রীন জলপাইগুড়ি সংস্থার সম্পাদক অংকুর দাস জানান, “একটি পুরনো ঘর ভেঙে তার ভিটিতে নতুন ঘর তৈরি হচ্ছিল। অনুমান করা যাচ্ছে, ওই পুরনো ভিটিতেই মা গোখরো ডিম পেড়েছিল। আমরা এখান থেকে ১৬টি সাপের ছানা উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দিয়েছি।”
প্রাণীর প্রতি দায়িত্বশীলতার এই দৃষ্টান্ত এলাকাবাসীর কাছেও প্রশংসিত হয়েছে।
