দক্ষিণ কোরিয়ায় তৈরি বিপুল পরিমাণ বিদেশী সিগারেট সহ গ্রেপ্তার ২

শুক্রবার জলপাইগুড়িতে গোপন সূত্রের ভিত্তিতে জেলা পুলিশের বড়সড় সাফল্য। ভোরবেলা জলপাইগুড়ি থানার অধীন পাহাড়পুরের বালাপাড়ায় বিশেষ অভিযান চালায় DDU টিম। এদিন দুপুর দেড় টা নাগাদ জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডাবাহাল জানান অভিযানে আটক করা হয় একটি দশ চাকার কন্টেনার গাড়ি আটক করা হয়।

গাড়ির চালক ও সহকারী, এই দুই ব্যক্তিকেও গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন আসিফ, বয়স ৩৩, মোরাদাবাদ উত্তরপ্রদেশের বাসিন্দা — এবং শাকিল খান, বয়স ৫০, রামপুর উত্তরপ্রদেশের বাসিন্দা। তল্লাশিতে গাড়ির চালকের আসনের পেছনে তৈরি গোপন চেম্বার থেকে উদ্ধার হয় ৫৪টি বিদেশি সিগারেটের কার্টন। এগুলি দক্ষিণ কোরিয়ার তৈরি বলে জানা গিয়েছে। সেগুলি সবুজ বাঁশ দিয়ে ঢেকে লুকিয়ে রাখা হয়েছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায়, এই সিগারেটগুলি গুয়াহাটির আসাম থেকে লোড করা হয়েছিল এবং সেগুলি অবৈধভাবে উত্তরাখণ্ডে পাচারের পরিকল্পনা ছিল। ঘটনায় জলপাইগুড়ি থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। তদন্ত চলছে। পুলিশের এই সাফল্যে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।