পোড়াঝাড়ে ব*ন্যার্ত শিশুদের জন্য উদ্যোগী ২স্বেচ্ছাসেবী সংগঠন

দুর্যোগের ক্ষত এখনও শুকোয়নি, তবু উৎসবের আনন্দ থেকে বঞ্চিত নয় পোড়াঝাড়ের শিশুরা। বন্যার ধাক্কায় বিপর্যস্ত মাটিগাড়া ব্লকের পোড়াঝাড়ে এবার নতুন করে প্রাণের সঞ্চার ঘটাল দুটি স্বেচ্ছাসেবী সংগঠন — লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি তেরাই ও তেরাই শক্তি।

কালীপুজো ও দীপাবলির আগে পোড়াঝাড় মা তারা প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত হলো ত্রাণ ও উপহার বিতরণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র-পরিষদ ও ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কমল আগারওয়াল, যিনি লায়ন্স ক্লাবের সদস্য হিসেবেও এই মানবিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন। সঙ্গে ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট মনীষ আগরওয়াল, ভাইস প্রেসিডেন্ট কমল কুন্দালিয়া, সদস্য সুজিত ধেনী ও অলক সাহা।

শতাধিক শিশুর হাতে তুলে দেওয়া হয় রেডি-টু-ইট খাবার, বিস্কুট, কেক, নুডুলস ও নানা উপহার সামগ্রী। সামান্য এই উদ্যোগে মুখে হাসি ফুটেছে বন্যাপীড়িত শিশুদের, উজ্জ্বল হয়েছে তাদের চোখ।

স্থানীয় বাসিন্দাদের মতে, “বন্যার পর এমন উদ্যোগ আমাদের মনোবল বাড়িয়েছে। উৎসবের আগে এটা এক বড় উপহার।”