২৫ বছরের অবহেলা! কাঁচা রাস্তা পাকা না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি

দীর্ঘ ২৫ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের কুশমন্ডি পঞ্চায়েতের অন্তর্গত ইব্রাহিমপুর (আধিকের) গ্রামের চার কিলোমিটার কাঁচা রাস্তা। এই রাস্তাটিই গ্রামের একমাত্র যাতায়াতের মাধ্যম। বর্ষাকালে কিংবা সাধারণ দিনেও হাঁটাচলার অনুপযুক্ত এই রাস্তায় প্রতিদিন বিপদ ডেকে আনছে পথচারীদের জন্য।

বিষয়টি বারবার ব্লক প্রশাসন, পঞ্চায়েত প্রধান এমনকি নেতা-মন্ত্রীদের জানানো সত্ত্বেও আজও কোনো স্থায়ী সমাধান হয়নি বলেই অভিযোগ। যাতায়াতের এই দুরবস্থায় চরম বিপাকে পড়ছেন অসুস্থ রোগী ও গর্ভবতী মহিলারা। উপায় না থাকায় অনেক সময় কাঁধে করে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতাল পর্যন্ত।

এই অবস্থার প্রতিবাদে ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দারা ধানের চারা রোপণ করে কাঁচা রাস্তায় প্রতীকী বিক্ষোভ দেখান, একইসঙ্গে কাঁচা রাস্তা পাকা করার জোর দাবি তোলেন। শুধু বিক্ষোভই নয়, অনেকেই নিজেরা হাতে কুড়াল, কোদাল নিয়ে রাস্তার কিছুটা অংশ মেরামতের কাজে নামেন।

স্থানীয় বাসিন্দা মোকসেদ আলী ও সরিফুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে ভোগান্তির মধ্যে রয়েছি স্থানীয় বাসিন্দারা। কোনো রকমে চলাচল করতে হয়। এই অবস্থায় রাস্তা পাকা না হলে আগামী বিধানসভা নির্বাচনে ভোট বয়কট করব হুঁশিয়ারি দেয়। একইসুরে স্থানীয় বাসিন্দা আশরাফ আলী জানান, “নিত্যদিন দুর্ঘটনার মুখে। তাই বাধ্য হয়ে নিজেরাই রাস্তা মেরামতের কাজ শুরু করেছি। ভোট চাইলে আগে রাস্তা দিতে হবে।”