এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার ২৬৮টি কচ্ছপ

ফের ট্রেনের মাধ্যমে বন্যপ্রাণী পাচারের চেষ্টা ধরা পড়ল মালদা জিআরপি-র তৎপরতায়। ফরাক্কা এক্সপ্রেসে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ২৬৮টি কচ্ছপ। তবে এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ঘটনাটি ঘটে বুধবার সকাল ৯টা ৫০ মিনিটে মালদা টাউন স্টেশনে। জিআরপির আধিকারিকরা গোপন সূত্রে খবর পান যে, দিল্লি থেকে ফরাক্কা এক্সপ্রেসে করে কচ্ছপ পাচার করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে ট্রেনটি মালদা টাউন স্টেশনে ঢুকতেই তল্লাশি শুরু করে জিআরপি।

অভিযানের সময় ট্রেনের এক জেনারেল কামরা থেকে পাঁচটি বস্তা উদ্ধার করা হয়। সেই বস্তাগুলি খুলতেই পাওয়া যায় ২৬৮টি কচ্ছপ। প্রাথমিক তদন্তে জানা গেছে, কচ্ছপগুলি উত্তরপ্রদেশ থেকে আনা হচ্ছিল ও বালুরঘাটে পাচারের উদ্দেশ্য ছিল।

ফরাক্কা এক্সপ্রেস থেকে কচ্ছপগুলো উদ্ধার হওয়ার পরপরই জিআরপি বন দপ্তরকে খবর দেয়। মালদা ডিভিশনের ফরেস্ট বিট অফিসার প্রদীপ গোস্বামী বন দপ্তরের প্রতিনিধিদের নিয়ে স্টেশনে পৌঁছায় ও উদ্ধারকৃত কচ্ছপগুলিকে তাদের হাতে তুলে দেওয়া হয়। এর মধ্যে ৮৯টি কচ্ছপ মৃত বলে জানা গেছে।