ফুলবাড়িতে প্রকাশ্য ছিনতাই এর ঘটনায় গ্রেফতার ৩, উদ্ধার চুরি যাওয়া সামগ্রী

গত ২৭এপ্রিল রবিবার প্রকাশ্য দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ফুলবাড়িতে। এদিন বিকেলে ফুলবাড়ি সংলগ্ন ব্যাটেলিয়ন মোড় এলাকায় দুই মহিলার হাত থেকে ব্যাগ ছিনিয়ে পালায় দুই বাইক আরোহী দুষ্কৃতী। ফুলবাড়ির পূর্ব ধনতলা এলাকার বাসিন্দা অনিমা দাস এবং অনিতা মহন্ত বাড়ি থেকে বেরিয়ে মার্কেটের দিকে যাচ্ছিলেন। সেই সময় হঠাৎ পেছন থেকে দুই বাইকে আসা দুষ্কৃতীরা তাদের হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত এলাকা ছেড়ে চম্পট দেয়।

ছিনতাই হওয়া ব্যাগে কিছু টাকা-পয়সা ছাড়াও বেশ কিছু জরুরি নথিপত্র ছিল বলে জানা গেছে। ঘটনাটি ঘটার পরই ফুলবাড়ি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। সিসি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজ শুরু করে পুলিশ।

গত ৩ই মে দেবাশিস বর্মন ও ঋতেশ সিংহকে গ্রেফতার করে ৩ দিনের রিমান্ডে নিয়ে এই ঘটনায় জড়িত ফুলবাড়ি শ্বশানবস্তির বাসিন্দা ঋজু সিংহ কে গ্রেফতার করে তার কাছ থেকে উদ্ধার হয় ছিনতাই এর ঘটনায় ব্যাবহৃত বাইকটি। পরবর্তিতে কাঞ্চনবাড়ি থেকে গত সোমবার উদ্ধার হয় চুরি যাওয়া ব্যাগ ব্যাগে থাকা নগদ ৫০০ টাকা ও কিছু নথিপত্র। মঙ্গলবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।