নকশালবাড়িতে ব্রাউন সুগার ও বিপুল পরিমাণ নগদ সহ গ্রেফতার ৩

বৃহস্পতিবার গভীর রাতে নকশালবাড়ির টুকরিয়া মোড় এলাকায় পুলিশি অভিযানে উদ্ধার হল ৭০ গ্রাম ব্রাউন সুগার ও ২ লক্ষ ৬৫ হাজার টাকা নগদ। মাদক কারবারের গোপন তথ্যের ভিত্তিতে নকশালবাড়ি থানার পুলিশ ওই এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিন যুবককে আটক করা হয়।

তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে মাদক ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ। ধৃতদের নাম – বিশ্বনাথ বর্মন (টুকরিয়া মোড়), নন্দন বাসফোর (তোতারাম জোত) এবং বিশাল গুরুং (শান্তিনগর)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক কেনাবেচার লেনদেন চলছিল ওই বাড়িতে।

ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে।