ডাটা এন্ট্রি চাকরি করে দেওয়ার নামে টাকা আত্মসাৎ করার অভিযোগ। ঘটনা কি ঘটেছে সিউড়ি এসপি মোড় কাছে একটা কম্পিউটার সেন্টারে। দিশা নামে ওই ছাত্রীর অভিযোগ ফোন কলের মাধ্যমে বিভিন্ন রকম ট্রেনিং করিয়ে চাকরির করে দেওয়ার নামে টাকা আত্মসাৎ করছে সিউড়ি এস পি মোড়ে একটা বেসরকারি কম্পিউটার সেন্টারে।
ওই ছাত্রের অভিযোগ টাকা নেওয়ার পর ওই কম্পিউটার সেন্টারে অন্যরকম কাজের কথা বলছে কম্পিউটার সেন্টারে ঢোকার আগে ভুল বুঝিয়ে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে মোটা অংকের টাকা আত্মসাৎ করছে। সেই নিয়ে দিশা নামে ওই ছাত্রী সিউড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগের ভিত্তিতে পুলিশ সেখানে হানা দেয় এবং দুই মহিলা সহ দুই পুরুষকে আটক করে। ঈশা নামের ওই ছাত্রীর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন কম্পিউটার কর্তৃপক্ষ একজন।
