এই প্রথমবার আদালতের নির্দেশে ত্রিপুরা রাজ্যে প্রকাশ্যে ধ্বংস করা হলো বিকট শব্দ সৃষ্টিকারী মোটর সাইকেলের ৪১০টি সাইলেন্সার। রবিবার রাজধানীর এমবিবি কলেজ মাঠ সংলগ্ন এলাকায় ট্রাফিক পুলিশের উদ্যোগে। ট্রাফিক পুলিশ সুপার কান্তা জাঙ্গীর সহ অন্যান্য আধিকারিকরা। ট্রাফিক পুলিশ সুপার জানান, গত কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় বিকট শব্দ বাইকের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
অভিযানে বিপুল পরিমাণ নন-স্ট্যান্ডার্ড সাইলেন্সার বাজেয়াপ্ত করা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী, সেগুলিকে রবিবার ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, “বিকট শব্দ কেবল সাধারণ মানুষের অসুবিধাই বাড়ায় না, এটি শব্দ দূষণের অন্যতম প্রধান উৎস। পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং মানুষের মানসিক শান্তি রক্ষার স্বার্থে এই ধরনের সাইলেন্সারের ব্যবহার বন্ধ করতে হবে।”
এছাড়া তিনি সতর্ক করে জানান, ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে নিয়মিতভাবে। এই সমস্ত বাইকে বিকট শব্দ উৎপন্নকারী সাইলেন্সার ব্যবহার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
