ভোটার তালিকা থেকে উধাও ৪২৫ভোটার! এসআইআরের আ*তঙ্কে বিক্ষো*ভ এলাকায়

মাথাভাঙ্গা বিধানসভা এলাকার ভোটার তালিকা থেকে উধাও ৪২৫ জন ভোটারের নাম। ২০০২ সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল, সাম্প্রতিক হালনাগাদ তালিকায় তাদের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই বিষয়ে বাসিন্দারা মাথাভাঙ্গা বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছে। বিক্ষোভকারীদের দাবি বিডিও অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন  কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে ও বিষয়টি খতিয়ে দেখার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযোগের পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় এদিন ডাংকোবা এলাকায় মাথাভাঙ্গা – শিলিগুড়ি রাজ্য সড়ক অবরোধ করে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অবরোধে সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে যায় যান চলাচল।

ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। স্থানীয়দের আরো দাবি, দ্রুত ভোটার তালিকা সংশোধন করে হারানো নামগুলো ফিরিয়ে না দিলে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন।

এদিকে, এই ঘটনায় এসআইআর নিয়ে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন, আগামী নির্বাচনের আগে এমন নাম বাদ পড়ার ঘটনায় প্রশাসনের গাফিলতি স্পষ্ট হয়ে পড়ছে।