ফের জাল সার্টিফিকেট কাণ্ডে ধৃ*ত ৫

ফের জাল জন্মশংসাপত্র কাণ্ডে বড়সড় সাফল্য পেল গোয়েন্দা বিভাগ। গতকাল শিলিগুড়ির চাঁদমনি এলাকায় অভিযান চালিয়ে দেবীডাঙ্গার বাসিন্দা মহেশ সাহা ও রাজীব ছেত্রী নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে গোয়েন্দারা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ছয়টি জাল জন্মের শংসাপত্র।

ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গোয়েন্দারা আরও তিনজনের হদিশ পান। এরপর মাটিগাড়া ও গজলডোবার মিলনপল্লী এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, তাদের কাছ থেকেও উদ্ধার হয়েছে আরও চারটি জাল জন্মের শংসাপত্র। এছাড়াও ধৃতদের মোবাইল থেকে বিপুল সংখ্যক জাল জন্ম ও মৃত্যুর পিডিএফ ফাইল উদ্ধার হয়েছে।

গোয়েন্দা সূত্রে খবর, এই চক্র দীর্ঘদিন ধরে শংসাপত্র জাল করে বিভিন্ন সরকারি কাজে ব্যবহার করছিল। প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর সেনাবাহিনী ও গোয়েন্দা বিভাগ যৌথভাবে লালন কুমার ওঝা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার জেরেই এই পাঁচজনের নাম উঠে আসে বলে জানা গিয়েছে।

ধৃতদের বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। গোয়েন্দারা পুরো জাল সার্টিফিকেট চক্রের সঙ্গে আর কারা যুক্ত আছে, তা জানতে তদন্তে নেমেছে।