বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ৫, গুরুতর ১

শনিবার তুফানগঞ্জের তারাগঞ্জ এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হলেন অন্তত পাঁচজন। জাতীয় সড়কে একটি ধুবড়ীগামী সরকারি বাস ও ইট বোঝাই একটি ছোট চার চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রায়গঞ্জ ডিপো থেকে ধুবড়ির উদ্দেশ্যে ছেড়ে আসা এনবিএসটিসি-র বাসটি প্রায় ২০-২৫ জন যাত্রী নিয়ে কোচবিহার হয়ে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি ছোট গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তারাগঞ্জ এলাকায়। সংঘর্ষের তীব্রতায় দু’টি গাড়িই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় আহত হয় সরকারি বাসের চালক গোবিন্দ ঘোষ, সহচালক রতন ঘোষ, কন্ট্রাক্টর কল্লোল দাস, ছোট গাড়ির চালক আনিজুল শেখ ও একজন যাত্রী। আহতদের মধ্যে আনিজুল শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত বাকিদের প্রাথমিক চিকিৎসার জন্য তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আহত যাত্রীর পরিচয় এখনও জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাস ও পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।