বালুরঘাটে ‘ব্যাক’ ছাত্রীদের ফাঁদে ফেলে ৫০ জনকে প্রতারণা

বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ের বিএ ফার্স্ট সেমিস্টারে ‘ব্যাক’ পাওয়া প্রায় ৫০ জন ছাত্রী সাইবার প্রতারণার শিকার হয়েছেন। পাশ করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক প্রতারক তাদের কাছ থেকে ৫০০-৬০০ টাকা হাতিয়ে নিয়েছে

গত ১১ জুন ফলাফল প্রকাশের পর, কিছু ছাত্রীর বিভিন্ন বিষয়ে ‘ব্যাক’ আসে। এই সুযোগে এক প্রতারক নিজেকে কলেজের কর্মী পরিচয় দিয়ে ছাত্রীদের ফোন করে জানায় যে, রিভিউয়ের তারিখ বাড়ানো হয়েছে এবং টাকা দিলে তাদের পাশ করিয়ে দেওয়া হবে। সরল বিশ্বাসে অনেক ছাত্রী অনলাইনে টাকা পাঠিয়ে দেন।

কলেজ কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরেই ছাত্রীদের সতর্ক করে এবং সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করতে বলে। প্রতারিত এক ছাত্রী মাইনো হাঁসদা জানান, কীভাবে তিনি ট্রু কলার ও হোয়াটসঅ্যাপে কলেজের নাম দেখে বিশ্বাস করে টাকা দিয়ে প্রতারিত হয়েছেন। তবে, কলেজের ফলাফলের তালিকা কীভাবে প্রতারকের হাতে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং কলেজের কারও যোগসাজশের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।