পর্যটন কেন্দ্র গজলডোবার সৌন্দর্য ও পরিকাঠামোগত উন্নয়নের পথে আরও এক ধাপ এগোল গজলডোবা ডেভেলপমেন্ট অথরিটি (GDA)। গজলডোবা ব্রিজ পার করে ক্রান্তি ব্লকের অন্তর্গত এলাকায় GDA-র উদ্যোগে নির্মিত ৬টি আধুনিক ফুড কোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে নবনির্মিত স্টলগুলির চাবি উপভোক্তাদের হাতে তুলে দিলেন GDA-র ভাইস চেয়ারম্যান ও রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।
এই প্রকল্পের মোট ব্যয় প্রায় ৯০ লক্ষ টাকা। লটারি প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত ছয়জন উপভোক্তাদের নিজ নিজ স্টলের দায়িত্ব পান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরাও।
উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক খগেশ্বর রায় বলেন, “এই ফুড কোর্টগুলোর মাধ্যমে স্থানীয় বহু মানুষ নতুনভাবে উপার্জনের সুযোগ পেলেন। পাশাপাশি, গজলডোবা ভ্রমণে আসা পর্যটকরাও এখান থেকে বিভিন্ন ধরনের খাবারের স্বাদ নিতে পারবেন। এটা শুধু পর্যটনের বিকাশই নয়, এলাকার অর্থনৈতিক উন্নয়নের দিকেও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
স্থানীয়দের মধ্যে এই উদ্যোগ ঘিরে উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, এই ফুড কোর্টগুলি গজলডোবার পর্যটনে নতুন মাত্রা যোগ করবে সাথে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করবে।
