নেপালে চলতে থাকা জেন জ়ি-র বিক্ষোভ শুধু সে দেশের ভেতরেই নয়, ভারতের সীমান্ত এলাকাতেও নতুন উদ্বেগ তৈরি করেছে। কারণ অগ্নিগর্ভ পরিস্থিতির সুযোগ নিয়ে নেপালের জেল থেকে পালিয়ে যাচ্ছে কয়েদিরা। সূত্রের খবর, তিন দিনে প্রায় ৭০০ জন কয়েদি পালিয়েছে এবং তাদের বড় অংশ ভারতের সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করছে।
বুধবার পর্যন্ত যেখানে মাত্র পাঁচজন ধরা পড়েছিল, বৃহস্পতিবার সকাল নাগাদ সংখ্যা একলাফে বেড়ে দাঁড়িয়েছে ৩০-এ। পশ্চিমবঙ্গ–বিহার সীমান্তে ১৩ জন, উত্তরপ্রদেশ সীমান্তে ১৭ জন আটক হয়েছে। যদিও গোয়েন্দাদের আশঙ্কা, এটাই শেষ নয়—অনেকেই হয়তো নজর এড়িয়ে ভারতের ভেতরে ঢুকে পড়েছে।
এতজন অপরাধী একসঙ্গে সীমান্ত ভেঙে ঢুকতে চাইছে—এটাই সবচেয়ে বড় চিন্তার বিষয়
