রাজ্য জুড়ে চলছে এসআইআরের হিয়ারিং, সারা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও চলছে SIR-এর হিয়ারিং প্রক্রিয়া। SIR-এর হিয়ারিং চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন ৭৭ বছর বয়সি এক বৃদ্ধ হিমাংশু মোহন দাস। জানা যায়, সোমবার শিলিগুড়ি নেতাজি বয়েজ হাইস্কুলে হিয়ারিংয়ে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধ।
পরিবার সূত্রে জানা যায়, হিমাংশুবাবু দীর্ঘকাল অরুণাচলপ্রদেশে কর্মরত ছিলেন। ২০০৭ সালে অবসর নেওয়ার পর তিনি শিলিগুড়িতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তবে কর্মজীবনে ভিনরাজ্যে কাজ করতে হয়েছে তাঁকে। তাই এসআইআরের হিয়ারিং প্রক্রিয়ার মুখে পড়তে হয়েছে। কিন্তু এদিন দীর্ঘক্ষণ অপেক্ষার ধকল সহ্য করতে না পেরে হিয়ারিং চলাকালীনই তিনি অসুস্থ বোধ করেন। হিমাংশুবাবুর মেয়ে চৈতালী দাস বণিক বলেন, ‘বাবার অসুস্থতার সময় উপস্থিত সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন।’
এই ঘটনার পর মঙ্গলবার সকালে হিমাংশুবাবুর খোঁজ নেন শিলিগুড়ির ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অভয়া বসু। রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘চাকরি বা কাজের সূত্রে যাঁরা রাজ্যের বাইরে ছিলেন, তাঁদের এই প্রক্রিয়ায় চরম হয়রানির শিকার হতে হচ্ছে। একজন ৭৭ বছরের বৃদ্ধকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’ সাধারণ মানুষের অভিযোগ, পর্যাপ্ত পরিকাঠামো ও সংবেদনশীলতার অভাবে এই ধরনের সরকারি প্রক্রিয়া তাঁদের কাছে বিভীষিকা হয়ে দাঁড়াচ্ছে।
