বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। প্রতিবছরই দুর্গাপুজোয় মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা, সেজে ওঠে চারদিক।
উৎসবকে ঘিরে যখন গোটা কলকাতা সাজছে আলোয় ও আনন্দে, ঠিক তখনই মাথাব্যথার কারণ হয়ে উঠেছে অ্যাপ ক্যাব পরিষেবা। ভাড়া কাঠামো নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন চালকরা। তাঁদের অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে রাস্তায় নামা প্রায় অসম্ভব হয়ে পড়ছে।
চালক ইউনিয়নের অভিযোগ, প্রতিদিন চার আসনের ক্যাবের জন্য ৯৯ টাকা এবং সাত আসনের ক্যাবের জন্য ২১৬ টাকা দিতে হয়। আগে কমিশন দেওয়া হলেও এখন সেটাও বন্ধ। পরিস্থিতির জেরে প্রতিদিন প্রায় ৪০ শতাংশ ক্যাব আর রাস্তায় নামছে না।
