আসতে চলেছে বড় চমক

আসছে বড় বদল, দেশের সাধারণ মানুষের কথা ভেবেই ঘোষিত হয়েছে। মূল্য বৃদ্ধির বাজারে কোনো জিনিস সস্তায় পেতে সবাই চায়। দেশজুড়ে সস্তায় বিদ্যুৎ পরিষেবা পাওয়ার লক্ষ্যে বড় পদক্ষেপ গ্রহণ করছে টাটা। জানা গিয়েছে, টাটা পাওয়ার দিল্লি দেশের প্রথম মাইক্রো সাবস্টেশন প্রদর্শন করেছে।

এই সাবস্টেশনটি প্রত্যন্ত অঞ্চলে সস্তা এবং নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে। জাপানি কোম্পানি নিসিন ইলেকট্রিকের সহযোগিতায় এই মাইক্রো সাবস্টেশনটি লঞ্চ করা হয়েছে। টাটা পাওয়ারের চিফ টেকনিক্যাল সার্ভিসেস এইচসি শর্মা CNBC TV18-কে এই প্রযুক্তির সুবিধাগুলি বিস্তারিতভাবে উপস্থাপিত করেছেন। এই মাইক্রো সাবস্টেশনটি প্রচলিত সাবস্টেশনের তুলনায় প্রায় ৯৫ শতাংশ কম খরচে নির্মিত হয়েছে। যার ফলে বিদ্যুৎ ডিস্ট্রিবিউশনের খরচ অনেক কমে যাবে। এটি সহজেই উচ্চ ক্ষমতাসম্পন্ন ৬৬,০০০ কেভি লাইনকে সরাসরি কনভার্ট করতে পারে এবং একই সাথে ৫০ থেকে ৬০ টি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম।