জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। জানা গিয়েছে, এবার আদানি গ্রুপ একটি বিরাট নজির গড়েছে। মূলত, আদানি সোলার দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ১৫,০০০ মেগাওয়াটেরও বেশি সোলার মডিউল সরবরাহ করে একটি বড় মাইলফলক অর্জন করেছে।
তারা এই কৃতিত্ব অর্জনকারী প্রথম এবং দ্রুততম ভারতীয় প্রস্তুতকারী হয়ে উঠেছে। ইতিমধ্যেই আধিকারিকরা জানিয়েছেন, মোট শিপমেন্টের মধ্যে ১০,০০০ মেগাওয়াট ভারতে মোতায়েন করা হয়েছে এবং ৫,০০০ মেগাওয়াট বিদেশে রফতানি করা হয়। যা প্রায় ৭,৫০০ ফুটবল মাঠ কভার করতে সক্ষম ২৮ মিলিয়ন মডিউলের সমতুল্য।
এই মডিউলগুলির প্রায় ৭০ শতাংশ আদানির ভারতে তৈরি সৌর কোষ ব্যবহার করে তৈরি করা হয়েছে। যা মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত উদ্যোগকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কোম্পানির ভূমিকাকে শক্তিশালী করেছে। আদানি সোলার আগামী অর্থবর্ষের মধ্যে তার উৎপাদন ক্ষমতা ৪,০০০ মেগাওয়াট থেকে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি করে ১০,০০০ মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা করেছে এবং আগামী বছরগুলিতে অতিরিক্ত ১৫,০০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য নিয়েছে।
