গত বছর মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে তা হলো এই ধর্ষণ খুন কাণ্ডে শুধুমাত্র একজনেরই সাজা ঘোষণা হয়েছে। কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদহ আদালত। যদিও তাতে সন্তুষ্ট নয় নির্যাতিতার পরিবার।
তাঁদের দাবি, এখনও প্রকৃত বিচার পাওয়া যায়নি। এই আবহে তদন্তকারী সংস্থা সিবিআইয়ের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুললেন তিলোত্তমার মা-বাবা। এবার কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন নির্যাতিতার বাবা-মা।
তিলোত্তমার বাবা বলেন, ‘সিবিআই কোনও কাজ করছে না। আমাদের আশঙ্কা, সিবিআই টাকা খেয়ে তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে’। নিহত চিকিৎসক পড়ুয়ার মায়ের কথায়, ‘সিবিআই এমনভাবে চাপ তৈরি করছে যাতে কেউ মুখ না খোলে। আদালতে সিবিআই যে রিপোর্ট জমা করছে সেখানেও প্রচুর গরমিল থাকছে। সঠিক রিপোর্ট দিচ্ছে না’।
