৭০ জন খেলোয়াড়ের অংশগ্রহণে জমজমাট মেমোরিয়াল টুর্নামেন্ট

উত্তরবঙ্গজুড়ে যখন দেবী পক্ষের আবহে পুজো প্রস্তুতির ব্যস্ততা, তখনই শিলিগুড়ির ক্রীড়াঙ্গনে জমে উঠেছিল অন্যরকম উৎসব। শহরের টেবিল টেনিস অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হলো “২য় তন্ময় সরকার মেমোরিয়াল ইন্টার মেম্বার টেবিল টেনিস টুর্নামেন্ট ২০২৫”।

প্রায় ৭০ জন খেলোয়াড় অংশ নেন প্রতিযোগিতায়। শিশু থেকে সিনিয়র—সব বয়সের অংশগ্রহণে খেলার আবহে মিশে গেল আবেগও। প্রয়াত তন্ময় সরকারের স্মৃতিকে কেন্দ্র করেই প্রতিবছর আয়োজন হয় এই টুর্নামেন্ট। আয়োজকদের কথায়, “তন্ময় চেয়েছিল নতুন প্রতিভারা টেবিল টেনিসে নিজেদের গড়ে তুলুক। সেই লক্ষ্যেই এই আয়োজন।”

দিনভর লড়াই শেষে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম জুনিয়র বিভাগে: চ্যাম্পিয়ন ঋতিসা সাহা, রানার সম্পূর্ণা ঘোষ। সিনিয়র বিভাগে: চ্যাম্পিয়ন অহর্ষি মজুমদার, রানার অভিশ্রী সাহা।দলগত বিভাগে: চ্যাম্পিয়ন টিম জেসমিন (প্রান্তিক রায়, স্নিগ্ধা দাস, অনুভব দাস, মোনালিসা সরকার), রানার আপ টিম ক্যামেলিয়া (বিশাল মণ্ডল, প্রতিতী পাল, অদ্বিতীয়া পাল, বিরাজ সাহা)।

এছাড়া প্রতিভাবান বিরাজ সাহাকে সম্মানিত করা হয় বছরের সেরা প্রমিসিং প্লেয়ার হিসেবে।

এই প্রতিযোগিতা প্রমাণ করে দিল—শিলিগুড়ি শুধু উৎসবের শহর নয়, খেলার শহরও। তন্ময় সরকারের স্বপ্নকে এগিয়ে নিতে তরুণ প্রতিভারাই এখন শহরের ক্রীড়াঙ্গনের আসল সম্পদ।