দায়ের হলো মামলা

বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। প্রতিবছরই দুর্গাপুজোয় মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা, সেজে ওঠে চারদিক।

পুজোর মরসুম শুরু হতেই রাজ্যে ফের শুরু হল অনুদান বিতর্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গাপুজোর অনুদান ঘোষণা ঘিরে এবার আবার মামলা হল কলকাতা হাইকোর্টে। এবারও মামলা করলেন সেই পুরনো পরিচিত মুখ দুর্গাপুরের বাসিন্দা সৌরভ দত্ত। গত বছরও এই অনুদান নিয়ে প্রশ্ন তুলে তিনিই মামলা করেছিলেন। এবারও তাই হলো।

প্রসঙ্গত, এবারে রাজ্য সরকার দুর্গাপুজো অনুদান হিসেবে প্রতি ক্লাবকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে দেবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রায় ৫০০ কোটি টাকা খরচ হবে এই প্রকল্পে। ২০১৮ সালে মাত্র ১০ হাজার টাকা দিয়ে শুরু হয়েছিল এই অনুদান প্রকল্প। ধাপে ধাপে সেই অঙ্ক এখন প্রায় ৯০০ শতাংশ বেড়ে গেছে।