চালু হলো কোটি টাকার প্রকল্প

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো নেওয়া সিদ্ধান্ত। খড়গপুর-২ ব্লকে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক সংলগ্ন এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে একেবারে চকচকে, আধুনিক অবকাঠামোয় তৈরি আদিত্য বিড়লা সংস্থার নতুন রঙের কারখানা।

প্রায় ৮৬ একর জমিতে (৮৫.৭৯ একর) গড়ে উঠেছে এই বিশাল শিল্প প্রকল্প।

প্রায় ১ হাজার কোটি টাকার বিনিয়োগে তৈরি এই কারখানা ঘিরে এলাকায় নতুন আশার আলো দেখছেন স্থানীয় মানুষজন। প্রশাসন সূত্রে খবর, কারখানাটি চালু হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক হাজার কর্মসংস্থান তৈরি হবে পশ্চিম মেদিনীপুর জেলায়। শুধু তাই নয়, শিল্পায়নের নতুন দিশা খুলে যাবে খড়গপুর ও তার আশপাশের অঞ্চলে। এই বিশাল প্রকল্পের উদ্বোধন করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উপস্থিত থাকবেন আদিত্য বিড়লা গ্রুপের শীর্ষ কর্তারাও। মঙ্গলবার দুপুর নাগাদ মুখ্যমন্ত্রীর আগমন নিয়ে প্রশাসনিক মহলে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ করা হয়েছে। এই ঘোষণার পর থেকেই তৎপরতা শুরু হয়েছে। জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা, অর্থাৎ জেলাশাসক খুরশিদ আলি কাদেরি, পুলিশ সুপার ধৃতিমান সরকার-সহ প্রশাসনিক আধিকারিকদের একটি দল কারখানা ও উদ্বোধনী অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন।