শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঠাকুরনগর এলাকায় একটি মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা।
গভীর রাতে দোকানের টিন কেটে ও সিলিং ভেঙে ভেতরে ঢুকে লক্ষাধিক টাকার মোবাইল ফোন, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি যান দোকান মালিক।
বুধবার দোকান খুলতে এসে তিনি দেখতে পান দোকানের ভেতরে জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে ও উপরের সিলিং ভাঙা অবস্থায় রয়েছে। এরপরই বিষয়টি তাঁর নজরে আসে ও চুরির খবর দেওয়া হয় পুলিশে।
খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে দোকানের সিসিটিভি ডিভিআর বক্স খুলে নিয়ে যাওয়ায় তদন্তে প্রাথমিকভাবে কিছুটা সমস্যা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
দোকান মালিকের অভিযোগ, এর আগেও একাধিকবার তাঁর দোকানে চুরির ঘটনা ঘটেছে, কিন্তু সে সময় পুলিশের তৎপরতা তেমন চোখে পড়েনি। এবারও একই কায়দায় চুরি হওয়ায় তিনি আতঙ্কিত।
ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
