সোমবার গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। সাটার কেটে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। মঙ্গলবার সকালে দোকানের কাছে কান্নায় ভেঙে পড়েন স্বর্ণকার ও তার পরিবারের সদস্যরা। সকাল সকাল চুরির ঘটনা জানাজানি হতেই এলাকাজুড়ে হইচই সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার পুলিশ। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, গভীর রাতে চোরের দল ব্যস্ততম বাসুদেবপুর বাজারের মধ্যে অবস্থিত জয় মা জুয়েলার্স ও সাহা জুয়েলার্স—দুটি দোকানের সাটার কেটে ভেতরে ঢোকে।
চোরেরা প্রথমে দোকানের সিসিটিভি ক্যামেরার দিক ঘুরিয়ে দেয়, তারপর সুচারুভাবে চুরি করে। সোনার দোকানে প্রবেশ করে লণ্ডভণ্ড করে দেওয়া হয় যাবতীয় সামগ্রী। জয় মা জুয়েলার্স-এর মালিক সরোজ কুমার দাস জানান, দোকান থেকে প্রায় দুই ভরি সোনা ও ৫০০ গ্রাম রুপো সহ নগদ ১০ হাজার টাকা চুরি হয়েছে। অপরদিকে, সাহা জুয়েলার্স-এর মালিক অনুপ কুমার সাহার অভিযোগ, তাঁর দোকান থেকেও কিছু সোনার অলঙ্কার উধাও হয়েছে। দুই দোকান মিলে কয়েক লক্ষাধিক টাকার সোনা-চাঁদি এবং নগদ ক্যাশ চুরি হয়েছে বলেই দাবি স্বর্ন ব্যবসায়ীদের।
এদিকে ঘটনার খবর পেয়ে ভোররাতেই ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার পুলিশ। চুরির ঘটনার তদন্ত শুরু করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। বাসুদেবপুরের মতো ব্যস্ততম একটি মার্কেটে দুই সোনার দোকান থেকে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকাজুড়ে।এই ঘটনার পর থেকে এলাকার ব্যবসায়ীরা বলেন নাইট গার্ড এবং পাশে পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও এ ধরনের চুরি নিয়ে আতঙ্কিত আমরা।
