শিলিগুড়ি ইস্কন রোডের বাঁশঝাড় মোড়ের এক মোবাইল দোকানে দুঃসাহসীক চুরি

শিলিগুড়ির ইস্কন মন্দিরের চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো ইস্কন রোডের বাঁশঝাড় মোড়ের এক মোবাইল দোকানে দুঃসাহসীক চুরির ঘটনায় চাঞ্চল্য। জানা গিয়েছে, গত কাল গভিড় রাতে বৃষ্টি পড়ার সুযোগ নিয়ে সেই মোবাইল দোকানের টিনের ছাদ কেটে এক দুষ্কৃতিকারী চোর দোকানে ঢোকে।

সিসি টিভির ফুটেজে সেই চোরের চেহেরা কাপড় দিয়ে ঢাকা ছিলো, মাথায় ছিলো টুপি আর পায়ে মোজা। আজ সকালে দোকানের মালিক স্থানিয় বাপ্পা বিশ্বাস দোকান খুলতেই চুরির ঘটনা লক্ষ্য করেন। সাথে সাথে ভক্তিনগর থানায় ফোন করে ঘটনাটি জানান।

পুলিশ এসে সরজমিনে তদন্ত করে গিয়েছেন বলে জানান তিনি। কয়দিন পর পর ইস্কন রোডের মত ব্যস্ততম রাস্তায় চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার ব্যাবসায়ীরা। তাদের দাবী,পুলিশ টহলদারি আরো যাতে বাড়ানো হয় এলাকায়।