লেক টাউন হনূমান মন্দিরে দুঃসাহসিক চুরি, চার জনের ভিডিও সিসিটিভিতে পাওয়া গেছে। 4 জনের একটি গাং সোনা, রুপো গয়না এবং মুকুট সহ অন্যন্য পুজোর সামগ্রী নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ মন্দির কর্তৃপক্ষ।
চুরি হয়ে যাওয়া জিনিসপত্রের সঠিক মূল্য এখনো স্পষ্ট নয়। মনে করা হচ্ছে চুরি হওয়া গায়নাপাত্রের দম কোটি টাকা উপরে হতে পারে। লেক টাউন থানায় অভিযোগ জানানো হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।
জানা গেছে স্থানীয় থানা এবং ডিটেকটিভ বিভাগের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।
