বেঁধে দেওয়া হলো সময়সীমা, নির্দেশ আদালতের তরফে

বিগত বেশকিছুদিন ধরে চলছিল চর্চা, অবশেষে নির্দেশ এলো আদালতের তরফে। ওবিসি ইস্যুতে তুঙ্গে তরজা। আইনি জট কাটাতে বিধানসভায় দাঁড়িয়ে আদালতের নির্দেশে তৈরি হওয়া নতুন অনগ্রসর সম্প্রদায়ের তালিকা তৈরির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগেই এই তালিকা নিয়ে বিরোধীতা করে সরব হয়েছিল বিরোধীরা। এবার সেই তালিকা নিয়ে মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি দিলেন জাতীয় অনগ্রসর সম্প্রদায় কমিশনের (এনসিবিসি) চেয়ারম্যান তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ গঙ্গারাম অহির। সাথে দেওয়া হয়েছে সময়সীমা।

নতুন সংরক্ষিত তালিকা তৈরির বিষয়ে বিস্তারিত জানানোর জন্য মুখ্যসচিবকে আগামী তিন দিনের সময়ের উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে। পশ্চিমবঙ্গ অনগ্রসর সম্প্রদায় কমিশনের সুপারিশ-সহ সমীক্ষার রিপোর্ট এবং যাবতীয় তথ্য ও সমস্ত সহায়ক নথি চেয়ে চিঠি দেওয়া হয়েছে রাজ্যকে।

প্রসঙ্গত, ওবিসি সংরক্ষণ তালিকায় ৬৬টা জাতি অন্তর্ভুক্ত ছিল। এবারে তা কমিয়ে ৬৪ করা হয়েছে। নতুন করে তালিকায় আরও ৭৬টি নয়া জাতি যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে জাতির সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৪০। ১৪০টি জনগোষ্ঠীকে শংসাপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।