নিউটাউনের ঘুনি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কেটে গিয়েছে গোটা একটি রাত। বৃহস্পতিবার সকালেও ধ্বংসস্তূপের বিভিন্ন অংশে পকেট ফায়ার বা ছোট ছোট আগুন জ্বলতে দেখা যাচ্ছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে ও এলাকা ঠান্ডা রাখতে সকাল থেকেই দমকল বাহিনীর পাঁচটি ইঞ্জিন নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে।
বুধবার সন্ধ্যায় লাগা এই বিধ্বংসী আগুনে একের পর এক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়। বাঁশ, ত্রিপল ও অন্যান্য দাহ্য সামগ্রী থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে তা নিয়ন্ত্রণে আনতে একসময়ে ২০ থেকে ২৫টি দমকল ইঞ্জিন মোতায়েন করতে হয়।
দীর্ঘক্ষণ চেষ্টার পর মূল আগুন নিয়ন্ত্রণে এলেও ধ্বংসস্তূপে জমে থাকা সুপ্ত উত্তাপ থেকে নতুন করে আগুন লাগার আশঙ্কা থাকায় কুলিং ডাউন প্রক্রিয়া জারি রাখা হয়েছে। এই ঘটনায় সর্বস্ব হারিয়ে চরম দুর্দশায় পড়েছেন বস্তিবাসীরা। ঘরবাড়ি ও সহায় – সম্বল পুড়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন বহু পরিবার।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়েও প্রশাসনের তরফে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
