জলপাইগুড়িতে বৃহস্পতিবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনার ঘটনা। পাহাড়পুর মোড় এলাকায় জাতীয় সড়কে একটি ডাম্পার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার জেরে দুই গাড়ির চালক গুরুতর আহত হন।
সংঘর্ষের তীব্রতায় ডাম্পার ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ আহত চালকদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এই দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, যার জেরে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
