মহালয়ার সকালে শিলিগুড়িতে রঙ-তুলির মহোৎসব

মহালয়া মানেই ভোরের প্রভাতী, নদীর ঘাটে তর্পণ আর দুর্গোৎসবের আগমনী সুর। তবে এ বছর শিলিগুড়িতে মাকে আগমন জানাতে তুলি, রং আর কল্পনার মেলায়। মা উগ্রতারা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মায়ের মন্দির প্রাঙ্গণে আয়োজিত হলো বসে আঁকো প্রতিযোগিতা, যেখানে কেবল দেবীপক্ষের সূচনা নয়, প্রকাশ পেল নতুন প্রজন্মের সৃজনশীল শক্তিও।

শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ৬০ জন প্রতিযোগী এদিন তুলিতে ফুটিয়ে তুললেন প্রকৃতি, দেবী প্রতিমা, সামাজিক বার্তা ও সংস্কৃতির নানা দিক। শিশু থেকে কিশোর, আবার তরুণ-তরুণী ও গৃহবধূ—সবাই যেন রঙের মাধ্যমে জানিয়ে দিলেন, দেবিপক্ষ শুধু ভক্তির নয়, সৃজনশীলতারও উৎসব।

আলাদা পাঁচটি বিভাগ ছাড়াও ছিল একটি উন্মুক্ত আলপনা আঁকার পর্ব, যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের ভাবনার দুনিয়া সাজিয়ে তুললেন কাগজের ক্যানভাসে। প্রতিযোগিতার আবহে মন্দির চত্বর হয়ে ওঠে যেন ক্ষুদ্র এক শিল্পমেলা।

শুধু প্রতিযোগীরাই নয়, উৎসাহে ভরপুর ছিলেন অভিভাবকরাও। অনেকেরই মতে, এই ধরনের উদ্যোগ শিশু-কিশোরদের শুধু পুজোর আবহেই নয়, সমাজ সচেতনতায়ও জাগ্রত করে।

শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। তবে প্রতিযোগিতার আসল সাফল্য ছিল অংশগ্রহণকারীদের চোখেমুখের আনন্দ, আর দেবি পক্ষের ভোরে রঙ-তুলি দিয়ে দেবীকে আহ্বানের এক অন্যরকম অনুভূতি।