দেবীপক্ষের ভোরে যখন বাংলার ঘাটগুলো ভক্তির স্রোতে মুখরিত, তখনই গজলডোবায় অন্য এক আবহ—রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষের পদযাত্রা। ১৯২৫ সালে নাগপুর থেকে শুরু হওয়া পথচলা ১০০ বছরে পা দিল। এই দীর্ঘ যাত্রাপথের স্মৃতিকে মনে করিয়ে দিতে রাজগঞ্জ খণ্ডের উদ্যোগে আয়োজিত হলো বিশেষ অনুষ্ঠান।
সজ্জিত স্বয়ংসেবকরা একত্রিত হয়ে রাস্তায় নামেন। শৃঙ্খলাবদ্ধ পদক্ষেপের মধ্য দিয়ে শুধু একটি প্রতিষ্ঠানের শতবর্ষ নয়, বরং শৃঙ্খলা ও সংগঠনের দর্শনকেই তুলে ধরতে চেয়েছেন তাঁরা।
সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, শতবর্ষ উদযাপনকে ঘিরে আগামী এক বছর ধরে দেশজুড়ে নানা সামাজিক ও সাংগঠনিক কর্মসূচি চলবে। দেবীপক্ষ দিনে এই সূচনা তাই শুধু উত্তরবঙ্গ নয়, দেশের সর্বত্র এক প্রতীকী বার্তা বহন করছে।
উত্তরবঙ্গের শতাধিক জায়গায় আয়োজিত এই কর্মসূচি প্রমাণ করছে, স্থানীয় থেকে জাতীয় স্তরে সংঘের কার্যক্রমের বিস্তার। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, বিশেষ দিনে এই উদ্যোগের মধ্যে লুকিয়ে আছে ঐতিহ্য ও শৃঙ্খলার এক নতুন পাঠ।
