“…সাগর প্রাণ তলামালালা…” সমুদ্রের ঢেউকে সাক্ষী রেখে স্বদেশপ্রেমী বিনায়ক দামোদর সাভারকরের লেখা এই অমর গানটির ১১৬ বছর পূর্তি উপলক্ষে ভ্যালুয়েবল গ্রুপ আন্দামানে এক বিরাট দেশাত্মবোধক অনুষ্ঠানের আয়োজন করেছে। আগামী ১২ই ডিসেম্বর, বিকাল ৩টায়, পোর্ট ব্লেয়ারের শ্রী বিজয়া পুরমের বেওডনাবাদে এই বিশেষ অনুষ্ঠানটি হবে। এই ঐতিহাসিক দিনে, সমুদ্রের ধারে স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকরের একটি বিশাল মূর্তি উন্মোচিত হবে। মূর্তিটি উন্মোচন করবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংঘচালক ডাঃ মোহন ভাগবত এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারত সরকারের মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মহারাষ্ট্রের সংস্কৃতি বিষয়ক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অ্যাডভোকেট আশীষ শেলার। এছাড়াও উপস্থিত থাকবেন পদ্মশ্রী পণ্ডিত হৃদয়নাথ মঙ্গেশকর, ঊষা মঙ্গেশকর, চলচ্চিত্র অভিনেতা রণদীপ হুডা, প্রখ্যাত অভিনেতা শরদ পোনকশে এবং ইতিহাসবিদ ও লেখক ডঃ বিক্রম সম্পথ।
ভ্যালুয়েবল গ্রুপের প্রতিষ্ঠাতা শ্রী আমেয় হেতে এই মূর্তির নকশা ও স্থাপনা করেছেন। মূর্তির নির্মাতা হলেন সম্প্রতি মহারাষ্ট্র ভূষণ সম্মানে ভূষিত শ্রী রাম সুতার। অনুষ্ঠানে পণ্ডিত হৃদয়নাথ মঙ্গেশকর ও তাঁর দল সাভারকরের বিখ্যাত রচনা “নে মাজীসি নে পরত মাতৃভূমিলা, সাগর প্রাণ তলামালালা…” সহ ‘জয়োস্তুতে…’, ‘জয় জয় শিবরায়া…’ ও ‘হে হিন্দু নৃসিংহ…’ গানগুলি পরিবেশন করে সাভারকরের সাহিত্য ও সাংস্কৃতিক অবদানকে শ্রদ্ধার্ঘ জানাবেন।
