রবিবার গভীর রাতে নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চাবাগানের টন্ডু ডিভিশনের অফিসে ব্যাপক ভাঙ্গচুর চালালো একপাল বুনো হাতির দল। এঘটনায় ঐ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে গভীর রাত দেড়টা নাগাদ পার্শ্ববর্তী খেরকাটা জঙ্গল থেকে ১০ থেকে ১৫টি হাতির একটি দল টন্ডু ডিভিশনের অফিসে চলে আসে। এসেই হাতির দলটি অফিস ঘর ভেঙে স্টোর রুম থেকে কিটনাশক ওষুধ বের করে ছড়িয়ে ছিটিয়ে দেয়।
পাশেই চাবাগানের আরেকটি অফিস ভেঙে দেয়।এমনকি শ্রমিকদের জন্য বানানো কিচেন রুমটিও ভেঙে তছনছ করে তিনটা নাগাদ ফের জঙ্গলে ফিরে যায়।
